26 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

বিএনএ গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় লিটু ফকির (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার কদমপুরের ভাঙ্গাপু‌লের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব মন্ডল জানান, লিটু ফকির তার এস্কাভেটর নিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক পেছন দিক থেকে এস্কাভেটরকে ধাক্কা দেয়। এতে লিটু ঘটনাস্থলে নিহত এবং আরও তিনজন আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে।

পরে মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ