18 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীতে গোসলে নেমে ছাত্র নিখোঁজ

কর্ণফুলীতে গোসলে নেমে ছাত্র নিখোঁজ

কাপ্তাইয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকার কর্ণফুলী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সিরাজুল সালেহিন আকিব (২৪) নামে পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র নিখোঁজ রয়েছে। বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউপি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আকিব চট্টগ্রাম পোর্ট সিটি ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টির প্রথম বর্ষে অধ্যয়নরত।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান মিয়া জানান, আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট’র হাদিটিলা এলাকার কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওইসময় আকিবের তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলেও আকিব নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং বিকালে কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌবাহিনীর ডুবুরীদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা ১৫) নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া যায়নি।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেন। ঘটনাস্থলে প্রজেক্ট বিউবোর শত শত লোকজনসহ পরিবারের স্বজনরা অবস্থান করছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ