21 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » দুর্ঘটনার কবলে গমবোঝাই লাইটার জাহাজ

দুর্ঘটনার কবলে গমবোঝাই লাইটার জাহাজ

লাইটার জাহাজ ‘এমভি তামিম’

বিএনএ, চট্টগ্রাম: প্রায় ৬ কোটি টাকার গম নিয়ে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়েছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন গম ছিল।

বুধবার (১৮ মে) দুপুরে ভাসানচরের কাছে জাহাজটির তলা ফেলে পানি ঢুকে পড়ে। বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ ‘এমভি প্রোফেল গ্রিজ’ থেকে ১৬শ’ টন গম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় লাইটার জাহাজটি। বুধবার দুপুরে জাহাজটি রামগতির তিল্লার চর এলাকায় এসে পৌঁছালে বঙ্গোপসাগরে পানির নিচে থাকা অদৃশ্য বস্তুর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় হেজে পানি ঢুকে যায়।

এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস। সমতার কর্মকর্তা জামাল হোসেন জানান, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস বলেন, বঙ্গোপসাগরে কোনো জাহাজডুবি ঘটেনি। তবে এমভি তামিম নামের লাইটারেজ জাহাজের তলা ফেটে পানি ঢোকার খবর পেয়ে আমরা জাহাজটি পরিদর্শন করে এসেছি। শ্রমিকরা জাহাজটিতেই অবস্থান করছেন। জাহাজটির অপারেশনাল দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের আরেকটি জাহাজ ঘটনাস্থলে পাঠাচ্ছে। জাহাজটি এমভি তামিমকে টেনে তীরের দিকে নিয়ে যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ