বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় (রোববার ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৪১৩টি নমুনা পরীক্ষায় ৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরের ৬২ জন এবং উপজেলার ৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণে শনাক্তের সংখ্যা ৫১ হাজার ৮৯৭ জন। এসময় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। যাদের নগরের ৩ জন এবং উপজেলার ২ জন। মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৬টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ১২ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষায় ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩টি নমুনা পরীক্ষায় ১৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ টি নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নতুন যুক্ত হওয়া পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৭০ জন বেড়ে করোনাভাইরাসের সংক্রমণে শনাক্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৮৯৭ জন। যাদের নগরের ৪১ হাজার ৫২২ জন এবং উপজেলার ১০ হাজার ৩৭৫ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৮৭ জন। এদের মধ্যে নগরে ৪৩১ জন এবং উপজেলার ১৫৬ জন।
বিএনএনিউজ২৪/ আমিন