31 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চকবাজার কাপাসগোলায় ব্যাটারি রিকশাসহ মা ও ছয় মাস বয়সী শিশু নালায় পড়ে যায়। ওই শিশুর মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে নিমিষেই হারিয়ে গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে চকবাজারের কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার করার কাজ অব্যাহত রেখেছে।

নালায় ককসিটসহ বর্জ্য অপসারণে যোগ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টি হওয়ায় নালায় পানির স্রোত ছিল।

চট্টগ্রামে সর্বশেষ ২০২৩ সালের ২৭ আগস্ট মহানগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)। এর আগে ২০২১ সালের ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট নগরীরর মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর মরদেহ আর পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ