বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে সিএনজি চালিত দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ছাইন মং থোয়াই মারমা (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল ২৪) রাত নয়টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামুর মরিচ্যা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে তাকে আটক করা হয়। । উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা।
আটক ছাইন মং থোয়াই মারমা বান্দরবানের সোনাইছড়ির বৈদ্যপাড়ার বাসিন্দা মংছাইন মারমার ছেলে।
আইস উদ্ধার ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মরিচা চেকপোস্টে তল্লাশি শুরু করে। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একটি শপিং ব্যাগে রাখা ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। মাদকদ্রব্য রাখার দায়ে চালককে আটক করেন। পরে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী