16 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বজ্রপাতে তিন গরুর মৃত্যু

মিরসরাইয়ে বজ্রপাতে তিন গরুর মৃত্যু

মিরসরাইয়ে বজ্রপাতে তিন গরুর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে রহমতাবাদ এলাকায় বৈশাখী ঝড়ে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) ভোররাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ চরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নুরুল হুদা জানান, বৃহস্পতিবার ভোরে বজ্রপাতে আমার এলাকার সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান, রেজাউল করিম ও আবুল হাসেমের তিনটি গরু বজ্রপাতে মারা যায়। গরুগুলো বাড়ির অদূরে চরে বাঁধা ছিল। সকালে গিয়ে দেখতে পান গরুগুলো পড়ে রয়েছে। মারা যাওয়া গরুর মূল্য প্রায় ৩ লাখ টাকা হবে।

মিঠানালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য রফিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আমার ওয়ার্ডে তিনটি গরু মারা গেছে। তারা অনেক কষ্টে গরুগুলো লালন পালন করেছেন। বিষয়টি জেনে খুব খারাপ লাগছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ