15 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে লেগুনাচালক নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে লেগুনাচালক নিহত


বিএনএ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে চালকের ছুরিকাঘাতে মো. আকাশ (২০) নামে এক লেগুনাচালক নিহত হয়েছে।সোমবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাজারে এ ঘটনা ঘটে। আকাশ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জুরাইন মুরাদপুর এলাকার শামুস মিয়ার ছেলে।

নিহতের খালাতো ভাই জুম্মান জানায়, আমার ভাই লেগুনাচালক। আজ ভোরে গ্যারেজ থেকে লেগুনা নিয়ে যাওয়ার সময় মেহেদীসহ দুজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ