বিএনএ স্পোর্টস ডেস্ক: রুবেন লোফটাস চিক ও ম্যাসন মাউন্টের গোলে চেলসি তাদের টানা তৃতীয় এফএ কাপের ফাইনালে উঠল। টুর্নামেন্টের সেমিফাইনালে রোববার ওয়েম্বলিতে ২-০ গোলে তারা হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।
গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর চেলসি ঘুরে দাঁড়াল ক্রিস্টালের জালে দ্বিতীয়ার্ধের দুই গোলে। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে এক ঘণ্টারও বেশি সময় লাগে ব্লুদের। লোফটাস চিক ৬৫তম মিনিটে গোল করেন, যা তিন বছরে তার প্রথম। ১০ মিনিট পর পরিচ্ছন্ন ফিনিশে কোনাকুনি শটে ম্যাচ নিয়ন্ত্রণে নেন মাউন্ট।
চেলসি ফাইনালে আগামী ১৪ মে খেলবে লিভারপুলকে। গত ফেব্রুয়ারির কারাবাও কাপের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই ম্যাচ, ওই ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দল টাইব্রেকারে হারায় ব্লুদের।
গত ছয় মৌসুমে এটি চেলসির পঞ্চম এফএ কাপ ফাইনাল। এর মধ্যে শেষ ও অষ্টমবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে। গত দুইবার ফাইনাল খেললেও তারা হেরে যায় আর্সেনাল ও লিস্টার সিটির কাছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ