বিএনএ ডেস্ক : আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান রকেট হামলার যে নির্দেশ দিয়েছে তার নিন্দা জানিয়েছে তালেবান সরকার। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানি পক্ষকে তালেবানের ধৈর্য পরীক্ষা না করার আহ্বান জানিয়ে বলেন, ইসলামাবাদ যেন একটি ভুলের পুনরাবৃত্তি না করে। আবারো যদি রকেট হামলা মতো ভুল করে তাহলে তার জন্য খারাপ পরিণতি বরণ করতে হবে।
এদিকে রকেট হামলার প্রতিবাদ জানাতে শনিবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন তালেবান কর্মকর্তারা। পরে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, খোস্ত এবং কুনার প্রদেশসহ আফগান ভূখণ্ডে পাকিস্তানের সামরিক লঙ্ঘন বন্ধ করতে হবে, অন্যথায় সম্পর্কের মারাত্মক অবনতি ঘটবে।
খোস্ত প্রদেশের তালেবানের একজন নেতা জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে খোস্ত এবং কুনার প্রদেশে বোমা হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানি হামলায় ৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বিএনএ/ ওজি