বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকসেবীদের ছুরিকাঘাতে বাবুল হোসেন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের মনা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ হত্যার ঘটনা অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহতের ভগ্নিপতি শফিকুল ইসলাম জানান, ‘গত রাতে আমার বাসা কাজলা থেকে সহযোগী কামালসহ বাবুল রিক্সা যোগে তার বাসায় ফিরছিলেন। পথে এলাকার মাদকসেবী রতনসহ ৩/৪ জন মিলে রিকশা গতিরোধ করে বাবুলকে নামিয়ে তার শরীরে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। এবং করোনার সময়ে হাসপাতলে সিট খালি নেই বলে জানানো হয়। এরপর বাবুলকে বাসায় নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘বাসায় নেয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে আবারো তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবুল দক্ষিণ যাত্রাবাড়ী খালপাড় এলাকায় একটি স্টিল ফার্নিচার কারখানায় কাজ করতেন। ওই কারখানার পাশে রতন সহ অনেকেই প্রতিদিনই মাদক সেবন করতেন। বাবুল সেখানে তাদের মাদক সেবন করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কয়েকবার।’
এ ঘটনার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় রতনসহ দুইজনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকমে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল,জেবি