20.7 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে সহিংসতায় দুইটি মামলা দায়ের

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে সহিংসতায় দুইটি মামলা দায়ের

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে সহিংসতায় দুইটি মামলা দায়ের

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাতে বাঁশখালী থানায় পুলিশ ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এসব মামলা দায়ের করেন।

পুলিশের মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে এবং বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের  মামলায় ২২ জন অজ্ঞাত ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর জানান, শনিবারের ঘটনায় পুলিশ ও বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ক ফারুক আহমেদ বাদি হয়ে দুটি মামলা করেছে।

এর আগে এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন  কর্মদিবসের মধ্যে এবং চট্টগ্রাম জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।

বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহযোগিতা দেয়া।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ