বিএনএ ডেস্ক, ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। রোববার (১৮ এপ্রিল) রাত ৩টায় ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ নিয়ে বিমান বাংলাদেশের বাতিল হওয়া পাঁচটি বিশেষ ফ্লাইটের দুটি ছেড়ে গেল। বাকি তিনটিরও রোববার গন্তব্যের পথে রওনা হওয়ার শিডিউল রয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বিশেষ ফ্লাইট ২৬৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিমানের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, রিয়াদগামী ফ্লাইটটির শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল। তবে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন না থাকায় ফ্লাইটটি বাতিল করা হয়েছিল। সেই ফ্লাইটে ২০১ জন যাত্রী ছিল। সেই যাত্রীদের সঙ্গে আরও কিছু যাত্রী নিয়ে রোববার ভোররাত ৩টায় ফ্লাইটটি রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
তিনি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিমানের আরও তিনটি বিশেষ ফ্লাইটের রোববার জেদ্দা, দাম্মাম ও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার সিডিউল রয়েছে।
বিএনএনিউজ২৪/এমএইচ