18 C
আবহাওয়া
১২:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে পিকআপ-লেগুনার সংঘর্ষ, নিহত বেড়ে ৬

সিলেটে পিকআপ-লেগুনার সংঘর্ষ, নিহত বেড়ে ৬


বিএনএ, সিলেট: সিলেটে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে পিকআপের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকার সিলেট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধূ সুচিতা পাত্র (৩০), সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), সন্তোষ পাত্রের বোন নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫), একই বাড়ির নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২) ও সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬)।

নিহতের স্বজনরা জানান, সন্তোষ পাত্রের মেয়ে অনামিকা পাত্রের জলপান (বউ ভাত) অনুষ্ঠানে লেগুনা দিয়ে জাফলং মোকামপঞ্জি এলাকায় যাচ্ছিলেন স্বজনরা। দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গলী পাত্র, সুচিতা পাত্র ও সাবিত্রি পাত্রের মৃত্যু হয়। সুচিতা পাত্রের ছয়মাসের শিশু সন্তান বিজলীকে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শ্যামলা পাত্র ও ঋতু পাত্রের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ