17 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় স্বামীর বাড়িতে ববি ছাত্রীর আত্মহত্যা

খুলনায় স্বামীর বাড়িতে ববি ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী দেবশ্রী রায় আত্মহত্যা করেছেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে মিজানুর রহমান৷

রোববার (১৭ মার্চ) বিকালে বরগুনায় স্বামীর কর্মস্থলে বাসায় আত্মহত্যা করেন৷ দেবশ্রী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।তার গ্রামের বাড়ি সাতক্ষীরার জেলার তালা উপজেলায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি এ কে মিজানুর রহমান বলেন, পারাবারিক কলহের জেরে ববির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে৷ প্রাথমিকভাবে স্বামীর সঙ্গে মনমালিন্য ছিল বলে জেনেছি আমরা৷ এটা নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে৷ লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট পাঠানোও হয়েছে৷

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, তার বাবার সাথে কথা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তার ক্লাস প্রতিনিধি আমাকে জানিয়েছে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।

বিএনএ/রবিউল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ