16 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহের হাসপাতাল থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের হাসপাতাল থেকে পড়ে যুবকের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে পড়ে মো.সাঈদী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ে দূর্ঘটনাটি ঘটে। নিহত সাঈদী নগরীর চরপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিস ইনচার্জ মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সাঈদী চিকিৎসাধীন এক রোগী দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয় তলায় আসেন। এ সময় বারান্দার ব্যালকনি থেকে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষের নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/ হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ