বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত তিন পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), এএসআই রাকিব (৩৯)। তারা প্রত্যেকেই ত্রিশাল থানায় কর্মরত।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এষআই) মোহাম্মদ জাহাঙ্গীর আল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এএসআই রাকিবের পেটে কোপ দেয়। তিনি হাসপাতালের অপারেশনর থিয়েটারে আছেন। এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত ও এএসআই গোলাম রসুলের কনুইয়ের উপনে কোপানোর আঘাত রয়েছে। প্রথমে ব্লিডিং তো কোন মতেই বন্ধ হচ্ছিল না। এখন ব্লিডিং বন্ধ হয়েছে। তাদের বেডে পাঠানো হয়েছে। এদের মাঝে রাকিবের অবস্থা কিছুটা গুরুতর।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, বেদেনা নামে এক ওয়ারেন্টের আসামি ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যায় তারা। বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেফতার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাথারি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মা’কে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এমন খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই সময়ের মাঝে মূল আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
বিএনএ/ হামিমুর, এমএফ