25 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » এসএসসি ৮৫ চট্টগ্রামের ইফতার পেয়েছে একে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা

এসএসসি ৮৫ চট্টগ্রামের ইফতার পেয়েছে একে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা


বিএনএ, চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষে মোহরা একে  খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এসএসসি ৮৫ চট্টগ্রাম। রোববার (১৭ মার্চ) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৮৫ চট্টগ্রামের বন্ধু বিজয় শেখর দাশ, ক্যাপ্টেন জামান সেলিম, সারাহ তানভি, এম জসিম উদ্দিন, সৈয়দ মুরাদ, এনামুল কবির মিঠু, মো: হাদিদুর রহমান জাহিদ উল্লাহ, এনস্লেম মার্টিন, মো: আলমগীর হোসেন, সালেহ উদ্দিন সালু, সুব্রত সেন গুপ্ত, দেওয়ান শওকত, সুমন মুৎসুদ্দী, ফজলুল রহমান স্বপন, মো: আবুল হাসেম প্রমুখ।

ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ছোলা, ডাল, চিনি, চিড়া, লবণ, সয়াবিন তেলসহ নানা সামগ্রী। উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণের জন্য এসএসসি ’৮৫ চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্কুলের প্রধান কাজী নাসিরুল হক, শিক্ষিকা পারভীন চৌধুরী এবং স্কুলের সিনিয়র শিক্ষিকা ও এসএসসি ৮৫ চট্টগ্রামের বন্ধু নন্দিতা চক্রবর্তী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ