17 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » আকাশ মেঘলা, ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ট

আকাশ মেঘলা, ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ট

আবহাওয়া অফিস

ঢাকা : শনিবার(১৮ মার্চ ২০২৩) বেলা ২টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আকাশ ছিল মেঘলা। সকাল থেকে  ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ট হয়ে পড়ে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন ২১.৯ ডিগ্রী সে.।

বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সে. এবং সর্বনিম্ন ২১দশমিক শূণ্য ।

মেঘলা আকাশ-ভ্যাপসা গরমে মানুষ নাকাল হলেও শনিবার সকাল থেকে বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

রবিবার(১৯মার্চ) ঢাকায় সূর্যোদয়

ঢাকায় শনিবার(১৮মার্চ ২০২৩) সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং রবিবার(১৯মার্চ ২০২৩) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে বলে ঢাকার আবহাওয়া অফিস আরও জানায়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ