14 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » জয়ের জন্য বাংলাদেশের চাই ১৪১ রান

জয়ের জন্য বাংলাদেশের চাই ১৪১ রান

নারী

বিএনএ স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ে নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ১৪০ রান।

টস জিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ভালো শুরুর ইঙ্গিত দিলেও উইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে দলের ২৫ রানে। ডিনড্রা ডোথিন ব্যক্তিগত ১৭ রানে জাহানারা আলমের বলে আউট হন। দলে ১১ রান যোগ হতেই আরেক ওপেনার হ্যাইলি ম্যাথুসও ১৮ রানে ফিরে যান।

ব্যাটারদের আসা-যাওয়ার পালায় দলের হাল ধরার চেষ্টা করেন সিমাইনি ক্যাম্পবেল। তিনি দলের সাথে ১০৭ বলে ৫৩ রান যোগ করেন। এছাড়া অ্যাফি ফ্লেচার ১৭ রান করেন। অন্য ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। উইন্ডিজের ইনিংস থামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানে।

বাংলাদেশের সালমা খাতুন ও নাহিদা আক্তার দুইটি করে উইকেট পান। একটি করে উইকেট তুলে নেন জাহানারা আলম, রিতু মনি ও রুমানা আহমেদ।

বাংলাদেশ দল: শামীমা সুলতানা (উইকেটকিপার), শারমিন আক্তার, ফারগানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, রিতু মনি, ফাহিমা খাতুন, সালমা খাতুন, নাহিদা আক্তার, জাহানারা আলম, ফারিহা ত্রিশা।

উইন্ডিজ দল: ডিয়েন্দ্রা ডটিন, হেইলি ম্যাথুস, রাশাদা উইলিয়ামস, স্ট্যাফানি টেলর (অধিনায়ক), শেমেইন ক্যাম্পবেল (উইকেটকিপার), চেডিয়ান নেশন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, অ্যাফি ফ্লেচার, কারিশমা রামহারক, শামিলিয়া কনেল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ