27 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে যাত্রাবাড়ীর থানার চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম – মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৬) ও মোঃ নুরুল ইসলাম (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম বলেন, ১৮ মার্চ, ২০২১ (বৃহস্পতিবার) ০১.৩০ টায় যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ