21 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জেল পালানো রুবেল রিমান্ডে

জেল পালানো রুবেল রিমান্ডে

জেল পালানো রুবেল রিমান্ডে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ফরহাদ হোসেন রুবেলকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

১১ মার্চ ফরহাদ হোসেন রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই আয়ুব আলী। কিন্তু রুবেল অসুস্থ থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি বলে তিনি জানান।

প্রসঙ্গত : ৬ মার্চ চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যায় রুবেল। ৯ মার্চ নরসিংদীর আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সেদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা করেন জেলার মো. রফিকুল ইসলাম।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ