16 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম দেখায় শাকিবের প্রেমে পড়লেন দর্শনা!

প্রথম দেখায় শাকিবের প্রেমে পড়লেন দর্শনা!

দর্মনা

বিনোদন ডেস্ক: বাংলাদেশে নির্মিতব্য ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো কাজ করছেন বাংলাদেশি তারকা শাকিব খানের সঙ্গে।  ছবিটির শুটিং হচ্ছে পাবনাতে।

এরই মধ্যে দর্শনা বণিকের বাংলাদেশে ওয়ার্ক পারমিট না নিয়ে আসার খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়।  তবে এই বিষয়ে তিনি একটি গণমাধ্যকে জানিয়েছেন ওয়ার্ক পারমিট নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন। এজন্য তাকে কয়েকদিন দেরিও করতে হয়েছে।

বাংলাদেশে শুটিং ও শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন এ নায়িকা। বলেছেন, এই ছবিতে কাজের মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। তিনি জানান আরেকবার বাংলাদেশে এসেছিলেন।  সেই ছবিটি ছিল ‘অপারেশন সুন্দরবন’।

শাকিব সম্পর্কে দর্শনা জানান, এই ছবির মাধ্যমেই শাকিবের সঙ্গে তার পরিচয়। তিনি বাংলাদেশের বড় তারকা। প্রথম দিন ছবির গানের শুটিং করতে গিয়ে তার সঙ্গে দেখা হয়েছে। দারুণ একজন মানুষ শাকিব খান। খুবই সহযোগিতাপূর্ণ মানুষ।

শাকিবের সঙ্গে আড্ডা নিয়ে দর্শনা বণিক জানান, শাকিবের সঙ্গে ভারতীয়, বাংলাদেশি সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। সিনেমা ও সিনেমার বাইরের নানা বিষয়ে শাকিব খানের জানার আগ্রহ অনেক। জানতে ভালোবাসেন, নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন। তিনি বলেন, সিনেমা নিয়ে, তার কাজ নিয়ে দারুণ প্যাশনেট তিনি। তা ছাড়া শাকিব খান দেখতে খুব সুন্দর।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ