১:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০) নামে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দম্পতি গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় থাকতেন। পাঁচ বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কোন সন্তান নেই।

নিহতদের বন্ধু তানজিলা জানান, আমার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল সোমবার। এ উপলক্ষে তারা মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন। পরে  তাদের আবদারে তারা মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন।

তিনি আরও বলেন, উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বি-মিমের অবস্থান জানতে কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করে জানান দুর্ঘটনায় আহত হয়ে তারা পড়ে আছেন। পরে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ