29 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বলের আঘাতে আহত মোস্তাফিজ, মাথায় ৫ সেলাই

বলের আঘাতে আহত মোস্তাফিজ, মাথায় ৫ সেলাই


বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম ভেন্যুতে রোববার(১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে এসে আহত হন মুস্তাফিজুর রহমান। সঙ্গে সঙ্গে কুমিল্লার এই পেসারকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।বাইরে ফাটলেও মাথার ভেতর বড় কোনো ধরনের ইনজুরি পাওয়া যায়নি।

হাসপাতালের চিকিৎসক জানান, মুস্তাফিজের মাথায় পাঁচটি সেলাই পড়েছে। আপাতত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তিনি।

অন্যান্য দিনের মতোই এ দিন অনুশীলন শুরু করেন মুস্তাফিজ। নিজের চিরচেনা ছন্দে বোলিং করছিলেন তিনি। ব্যাটিং করছিলেন লিটন দাস। একটি ডেলিভারির আগে হেড কোচ সালাহউদ্দিনের ডাকে সাড়া দিতে গিয়ে আচমকা পেছনে তাকান তিনি। লিটনের করা শটে বলটি এসে মুস্তাফিজের মাথার পেছনে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মুস্তাফিজ। পরে যাওয়ার পর অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়া হয় মুস্তাফিজকে। যদিও সেবা পেয়ে উঠে দাঁড়াতে পারেননি তিনি। যার কারণে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।

কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তামুক্ত হওয়ার খবর জানান।

তিনি বলেন, একটি বল এসে মাথায় আঘাত করার পর মুস্তাফিজের মাথা থেকে রক্ত পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে ব্যান্ডেজ দেওয়া হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। সিটি স্ক্যান রিপোর্টে কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি। মাথায় আঘাতের ক্ষেত্রে মূলত অভ্যন্তরীণ রক্তক্ষরণ হলেই থাকে চিন্তা। মুস্তাফিজকে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মেডিক্যাল টিম পর্যবেক্ষণে রাখবেন বলেও জানান সজল।

এবারের বিপিএলে পয়েন্ট তালিকায় বেশ শক্ত অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ