21 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজস্থলীতে আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

রাজস্থলীতে আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

রাজস্থলীতে আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির রাজস্থলীতে কুলিং কর্ণারে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আগুনে দগ্ধ হওয়া ব্যবসায়ী দীপঙ্কর দাশ (৪০) মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। শরীরের অনেক অংশ পুড়ে যাওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী হাসপাতাল ও কাপ্তাই খ্রিস্টান মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে যাওয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় দীপংঙ্কর মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, আমি ঢাকায় অবস্থান করার সুবাদে তাকে দেখতে গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি মারা যান। তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে যতটুকু সহযোগিতা করার সামর্থ্য রয়েছে সেটার চেষ্টা করেছি।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৯ টার দিকে রাজস্থলীর বাজারে একটি কুলিং কর্ণারে গ্যাসের চুলা থেকে আগুনের ঘটনা ঘটে। এতে দীপংঙ্কর দাশ দগ্ধ হন। পরে তাকে স্থানীয় হাসপাতাল থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি এ কুলিং কর্ণারের মালিক ছিলেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ