বিএনএ, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ আমতলী পুকুরপাড় থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রশিদ হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড আমতলীর নজির আহাম্মদের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতের র্যাবের একটি টিম আমতলী পুকুরপাড় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান পরিচালনা করে। অভিযানে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশাপাশ এলাকা তল্লাশি করে তার নিকট থেকে সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক আব্দুর রশিদ জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বেশি দামে বিক্রির জন্য অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল।
বিএনএনিউজ/ফরিদুল/এইচ.এম।