বিএনএ ডেস্ক : বছরের গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন, ঊর্ধ্বে আরোহণ। যেহেতু রাসুলুল্লাহ সা. তাঁর এক মহাকাশ ভ্রমণ সম্পর্কে এই শব্দটি ব্যবহার করেছেন এজন্য তাঁর এই ভ্রমণকে মেরাজ বলা হয়। মহানবীর জীবনে সংঘটিত আশ্চর্য বিষয়াবলির মধ্যে মেরাজ অন্যতম। মহান আল্লাহ তাঁর বন্ধুকে মক্কার মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা এবং তথা হতে ঊর্ধ্ব জগত পর্যন্ত স্বশরীরে, আল্লাহর কুদরতের নিদর্শনাদি দেখানোর জন্য ভ্রমণ করিয়েছিলেন।
আরও পড়ুন :
আজ পবিত্র শবে মেরাজ 2023
কুরআনে কারিমে আল্লাহ বলেন, ‘পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তাঁর নিদর্শনগুলো দেখানোর জন্য রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ পবিত্র, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাইল : ১)
শবে মেরাজকে কেন্দ্র করে যেকোনো ধরনের উৎসব-আনুষ্ঠানিকতা শরিয়ত সমর্থন করে না। অনেকে শবে মেরাজে দীর্ঘ রাত পর্যন্ত ইবাদত করেন কিন্তু ফজরের নামাজ পড়তে পারেন না অথবা জামাতে আদায় করতে পারেন না। এটা উচিত নয়। রাত জেগে ইবাদত করলে ফজরের নামাজও জামাতে আদায় করতে হবে। সারা রাত ইবাদত করে ফজরের নামাজ ছেড়ে দিলে সেই ইবাদতের কোনোই মূল্য নেই।