বিএনএ, বিশ্বডেস্ক : দেশের কোনো ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি করেবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একথা বলেছেন তিনি।
তিনি সতর্কতা জারি করে বলেন, রাশিয়াকে কোনো অঞ্চল ছেড়ে দেওয়া মানে দেশটিকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটা আপসের কথা নয়। আমরা কেন আপস করতে ভয় পাব? প্রতিদিনের জীবনে আমাদের অনেক আপস করে চলতে হয়। প্রশ্নট হলো, আপসটা কাদের সঙ্গে? পুতিনের সঙ্গে? না। কারণ, সেখানে বিশ্বাস নেই। পুতিনের সঙ্গে আলোচনা? না। কারণ, বিশ্বাস নেই।’
জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র সহায়তা চেয়েছেন। তিনি বলেন, ‘শুধু অস্ত্রের মাধ্যমেই শান্তি আনা সম্ভব। অবশ্যই আধুনিক অস্ত্র শান্তি ত্বরান্বিত করবে। অস্ত্রই একমাত্র ভাষা, যেটি রাশিয়া বোঝে।’
বেলারুশের হুমকির বিষয়ে জেলেনস্কি বলেন, আমি আশা করি, বেলারুশ (যুদ্ধে) যোগ দেবে না। যদি তারা (বেলারুশ) এমনটা করে, তাহলে আমরা লড়াই করব। আমরা টিকে থাকব।’ হামলার জন্য রাশিয়া যদি বেলারুশকে ব্যবহার করে তাহলে ‘বড় ভুল’ করবে।
পশ্চিমাদের ধীরগতিতে অস্ত্র দেয়ায় কিয়েভের হতাশা বাড়ছে। গত মাসে ইউক্রেনে যুদ্ধের ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দেয়া হলেও জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, ট্যাংকগুলো যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।
সাক্ষাৎকারে যুদ্ধের সমাপ্তি নিয়ে নিজের ভাবনাও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আজকে আমাদের টিকে থাকাই আমাদের ঐক্য। আমি বিশ্বাস করি ইউক্রেন টিকে থাকার জন্য লড়াই করছে। অর্থনৈতিকভাবে এবং মূল্যবোধের দিক দিয়ে ইউক্রেন ইউরোপের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।’
ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্তি হবে ২৪ ফেব্রুয়ারি।
বিএনএনিউজ/এইচ.এম।