বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের চাকতাই এলাকার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল ঘিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার এ তথ্য জানান ।
আটক মো. সাজ্জাদ (২৪) পটিয়া থানার জিরি এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাকলিয়ার চাক্তাই এলাকার একটি বিল্ডিংয়ের নিচ তলার কারখানার ভেতর থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, চাক্তাইয়ের একটি বিল্ডিংয়ের নিচতলায় একটি কারখানার ভেতরে বিক্রয়ের উদ্দেশ্য ভেজাল ঘি তৈরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে- ওই কারখানায় পাম্প অয়েল, ডালডা, ঘি ফ্লেভারের মাধ্যমে কোনো প্রকার দুধের উপাদান ছাড়াই ভেজাল ঘি তৈরি করে থাকে।
বিএনএ/ ওজি