17 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে পানি থাকবে না ৩৬ ঘণ্টা

চট্টগ্রামে পানি থাকবে না ৩৬ ঘণ্টা

চট্টগ্রাম ওয়াসা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের চকবাজার, দেওয়ানবাজার ও ঘাটফরহাবেগ এলাকায় ৩৬ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ। কাপাসগোলায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি)  রাত ১১টা থেকে শুত্রবার সকাল ১১টা পর্যন্ত চকবাজারসহ আশপাশের এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় চকবাজার, দেওয়ানবাজার, ঘাটফরহাদবেগ সহ আশপাশের এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। পানি কিনে এনে নিত্যকর্ম সারতে হচ্ছে তাদের।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, কাপাসাগোলায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। ওয়াসার বুস্টার লাইন যেসব এলাকা দিয়ে গেছে ওইসব এলাকায় ৩৬ ঘণ্টা পানি থাকবে না। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিষয়টি অবহিত করেছি। দ্রুত কাজ শেষ করে পানি সরবরাহ দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ