17 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

নিহত

বিএনএ, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)  পৃথক সময়ে উপজেলার সলিমপুর ইউনিয়নে এ দুর্ঘটনাগুলো ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার নোয়া মিয়ার পুত্র আবদুল করিম (৩৫) ও একি এলাকার জামাল উদ্দিনের পুত্র ইকবাল হোসেন (৪২)।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে সীতাকুণ্ডের সলিমপুর-বায়োজিদ সংলগ্ন ক্রাউন্ট সিমেন্ট কংক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্ট লিমিটেড কারখানায় কাজ করার সময় দূর্ঘটনায় আবদুল করিম নামে এক শ্রমিক গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর আহত শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় কালুশাহ নগর এলাকায় একটি এস্কেভেটর ডিপোতে কাজ করার সময় স্কেভেটর বোমের আঘাতে ঘটনাস্থলেই ইকবাল হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/ সবুজ শর্মা শাকিল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ