বিএনএ, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন যে নিয়ম মেনেই সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই আনিস আহমেদ ও হারিছ আহমেদের সাজা ‘মওকুফ’ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পুলিশের ওয়ান্টেড তালিকায় হারিছ আহমেদের নাম থেকে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন যে কমিউনিকেশন গ্যাপের কারণে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে।
আল-জাজিরার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এখনো পুলিশের কাছে আসেনি, আসলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি কাতার ভিত্তিক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন’ নামের এক তথ্যচিত্রের পর আলোচনায় আসে হারিস আহমেদ ও আনিস আহমেদের নাম। আল জাজিরার ওই খবর প্রচারের পর তা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত বলে জানিয়েছে আসছে সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন দপ্তর। এরই মধ্যে ওই তথ্যচিত্রে কাজ করা কয়েকজনের নামে মামলাও করা হয়েছে আদালতে।
বিএনএনিউজ/ এইচ.এম।