20 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

বিএনএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির ভাইবোনছড়ায় চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। বুধবার(১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,আমলাই গ্রামের বাসিন্দা পরেন্দ্র ত্রিপুরার ছেলে হরেন্দ্র ত্রিপুরা(৩৮) ও ধর্ম কুমার ত্রিপুরা ছেলে গজেন্দ্র ত্রিপুরা(৪৯)।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রশিদ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি বাজারে গাছ রেখে চাঁদের গাড়ীতে করে বাড়ী ফিরছিলেন।ফেরার পথে আমলাই হাদুক পাড়া পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে এতে এ হতাহতের ঘটনা ঘটে।আহত দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা, চয়ন ত্রিপুরাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ