ড. ইউনূসকে হাইকোর্টে তলব
23 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ড. ইউনূসকে হাইকোর্টে তলব

ড. ইউনূসকে হাইকোর্টে তলব


বিএনএ, ঢাকা : নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ  বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) আদালত অবমাননার রুলসহ এ আদেশ দেন।

একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে। আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করার অভিযোগে তলব করা হয়েছে তাঁকে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। তিনি জানান, আগামী ১৬ মার্চ আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ড. ইউনূসকে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে।

বিএনএ/ওজি

Total Viewed and Shared : 1 43 , 43 views and shared


শিরোনাম বিএনএ