26 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ভিপি নুরসহ ছয় জনের প্রতিবেদন ১৪ মার্চ

ভিপি নুরসহ ছয় জনের প্রতিবেদন ১৪ মার্চ

ভিপি নুর

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): ধর্ষণের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী(ভুক্তভোগী তরুণী) ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলাটি করেন।মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়। মামলার বাদী শিক্ষার্থী ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।এ ঘটনায় গত ১১ অক্টোবর রাতে রাজধানী থেকে মামলার চার নম্বর আসামি মো. সাইফুল ইসলাম ও পাঁচ নম্বর আসামি মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়।

১২ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শেষে তাদের আবার আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।অপরদিকে ৪ নভেম্বর গ্রেফতার মামলার আরেক আসামি নাজমুল হাসান সোহাগও তিন দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ