চট্টগ্রাম: পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি।
শনিবার (১৮ জানুয়ারি)চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একথা বলেন। এর আগে রেলপথ, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক চট্টগ্রাম মহানগরের জামাল খাঁন (লাভ লেইন), মির্জাপুল, এন মোহাম্মদ ব্রিজ (বহদ্দারহাট), রাজাখালি ৫ নং ব্রিজ, চাক্তাই খাল রেগুলেটর সংলগ্ন খাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা আরো বলেন, এখানে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, খালের উপর অনেক জায়গায় বড় বড় বিল্ডিং উঠে গেছে, ৩টি স্পটে দেখলাম বড় বড় বিল্ডিংয়ের পাশ ভাঙতে হচ্ছে এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে খালে পড়ছে, আরেকটা হচ্ছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, আজ থেকে আপনারা পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেবেন আপনারা যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছেন। আপনারা গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে যারা আছেন এ বিষয়ে আপনারা জনসচেতনতা গড়ে তুলবেন যাতে কেউ পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার না করেন। বাজারে যেতে আপনারা এখন থেকে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা চটের ব্যাগ নিয়ে যাবেন যেমনটি আমাদের বাপ-দাদারা বাজারে যেতে নিয়ে যেতেন, এটাই বিকল্প।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদ হোসেন, সিডিএ এর চেয়ারম্যান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিএনএ,এসজিএন