18 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় পুলিশের হাতে ধরা ৪ ডাকাত

আনোয়ারায় পুলিশের হাতে ধরা ৪ ডাকাত

আনোয়ারায় পুলিশের হাতে ধরা ৪ ডাকাত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চাতরী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের কৈনপুরা-পেস্কারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আটকরা হলেন— কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮), মো. নুরু উদ্দিন (৩২), পটিয়ার আব্দুর রহিম (৩০) এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় চার জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কালো হাইয়েস নিয়ে পালিয়ে যায় আরও ১০/১২ জন। গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, হাতুড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই কাজে ব্যবহারিত একটি সিএনজিও জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ