বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়। সাধারণভাবে প্রতি ৬টি আসনের বিপরীতে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে। সে হিসেবে আওয়ামী লীগ ২২৩টি আসনের বিপরীতে পাবে ৩৭টি সংরক্ষিত আসন। স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন। জোট করলে তারা পাবেন ১০টি আসন। জাতীয় পার্টি ১১টি আসনের বিপরীতে পাবে ২টি আসন। অন্য তিনটি দল জোট হলে একটি আসন পেতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে।
সংরক্ষিত আসনে আগামী ফেব্রুয়ারিতে ভোট করার লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ভোটের জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা কমিশন পেয়েছে। কয়েক দিনের মধ্যেই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। এরপর যদি কোনো আপত্তি না থাকে, তবে এটিই হবে চূড়ান্ত ভোটার তালিকা। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। কোটা অনুযায়ী একক প্রার্থী থাকলে আর ভোটের প্রয়োজন হবে না। আগামী সপ্তাহে এই প্রস্তাবনা কমিশনে ওঠার পর এ তফসিল ঘোষণা হলে ফেব্রুয়ারিতে ভোট হবে।
বিএনএ/এমএফ/ হাসনা