ঢাকা : ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেছেন, দেশের শেয়ার মার্কেটে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। এতে বিনিয়োগকারিদের আগ্রহ কমে যাচ্ছে।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নিকুঞ্জের ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, শেয়ার বাজেটের এ অস্থিরতা দূর করতে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, ফ্লোর প্রাইস এর কারণে ৮০ শতাংশ কোম্পানি তাদের অপারেটিং খরচ চালাতে পারছে না। শেয়ার মার্কেটে যে ডিমিউচুয়ালাইজেশন করা হয়েছে সেটি সংশোধনের এখন সময় হয়েছে। ডিমিউচুয়ালাইজেশন বাজারে কতটুকু ভূমিকা পালন করতে পারছে সেটিও এখন আমাদের ভাবার বিষয়।
তিনি বলেন, গত ১৫ বছরে দেশের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এই উন্নয়ন থেকে শেয়ার বাজার কোন সুবিধা আদায় করতে পারেনি। শেয়ারবাজারে আইপিও আসার ক্ষেত্রে অনেকগুলো আইন তৈরি করা হয়েছে যেগুলো প্রতিবন্ধক হিসেবে কাজ করছে বলে তিনি মনে করেন।
বিএনএ, এস নূর, এসজিএন/ হাসনা