17 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩৬ 

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩৬ 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

বিএনএ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ জনকে আটক করেছে ঢাকা  মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ১ হাজার ৪০টি ইয়াবা ট্যাবলেট, ৫৭.২ গ্রাম হেরোইন, ৮৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪ বোতল বিদেশি মদ ও ২ বোতল দেশি মদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ