24 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের যে এমপি গণহত্যার বিরুদ্ধে

ইসরায়েলের যে এমপি গণহত্যার বিরুদ্ধে

ওফার ক্যাসিফ। হাদাশ-তাআল পার্টির সদস্য

বিশ্ব ডেস্ক : ইসরায়েলেও স্পষ্টভাষী সংসদ সদস্য,সাহসী,সত্য কথা বলার লোক রয়েছে। যদি তিনি রাজনীতিক হন তাহলে আরও এগিয়ে…।

ওফার ক্যাসিফ। হাদাশ-তাআল পার্টির সদস্য থেকে নির্বাচিত সংসদ সদস্য(এমপি)(নেসেটের সদস্য)।

ক্যাসিফ সম্প্রতি নিজ দেশের সরকারের  বিরুদ্ধে তার মন্তব্যের জন্য বেশ আলোচিত ব্যক্তি। তিনি বলেছেন যে ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে “জাতিগত নির্মূল এবং এমনকি প্রকৃত গণহত্যা চালিয়ে যাচ্ছে”।

তার এমন বক্তব্যে একটি রাজনৈতিক ও সামাজিক মিডিয়ায় ঝড় বয়ে যায়। রাতারাতি তা হয় ভাইরাল।

শুধু উপরোক্ত মন্তব্য করে তিনি ক্ষান্ত হননি, তিনি ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলাকে সমর্থন করে একটি পিটিশনে স্বাক্ষর করেছিলেন, যা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি চলছে।

এ সব ঘটনায় তার  ওপর চটেছে দখলদার রাষ্ট্র ইসরায়েলের নেতানিয়াহুর সরকার। পুরানো ঘটনায় মামলা সাজিয়ে তাকে ফাসানোর অপচেষ্ঠা শুরু করেছে।

খবর ছড়িয়েছে, ২০২২ সালে একজন পুলিশ অফিসারকে আক্রমণ করার জন্য ইসরায়েলি রাজনীতিবিদ ওফার ক্যাসিফকে অভিযুক্ত করা হবে।

২০২২ সালের মে মাসে, ক্যাসিফ দক্ষিণ হেবরন পাহাড়ের মাসাফের ইয়াত্তাতে তাদের বাড়ি থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশে যোগ দেবার চেষ্টা করছিলেন, কিন্তু একজন পুলিশ অফিসার তাকে তা করতে বাঁধা দিয়েছিলেন।

সে সময় রাজনীতিবিদ ও পুলিশ কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রাজ্য অ্যাটর্নি অফিস এবং পুলিশ ২০২২ সালে কাসিফকে অভিযুক্ত করার সুপারিশ করেছিল।কিন্ত তা তখন করা হয় নি।

ওফার ক্যাসিফ এমপি বলেন, এখন কেন অভিযোগ আনা হচ্ছে তা স্পষ্ট নয়।

আইনজীবীরা বলছেন, ক্যাসিফ চাইলে নেসেটের কাছে ওই ঘটনার দায়মুক্তির জন্য  অনুরোধ করতে পারেন। সূত্র :আল জাজিরা।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ