31 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » খালাস পেলেন সাংবাদিক মারিয়া রেসা

খালাস পেলেন সাংবাদিক মারিয়া রেসা

মারিয়া রেসা

বিএনএ,ঢাকা: কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা। দেশটির একটি আদালত বুধবার (১৮ জানুয়ারি) এ আদেশ দিয়েছেন। র‌্যাপলারের প্রতিষ্ঠাতা মারিয়া রেসা এ মামলায় দোষী সাব্যস্ত হলে তার ৩৪ বছর পর্যন্ত কারাদণ্ড হত।

রায়ের পর আদালত চত্বরে মারিয়া রেসা সাংবাদিকদের বলেন, এ আদেশ সবার জন্যই আবেগের। এ মামলা ‌রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত এবং সাংবাদিকদের কাজে বাধা দেয়ার জন্য তা করা হয়েছে।

রেসা আরও বলেন, মামলা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বিজয়।

২০১৮ সালে রেসা এবং তার প্রতিষ্ঠান র‌্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করে ফিলিপাইন সরকার। রদ্রিগো দুতার্তের নেতৃত্বাধীন সাবেক সরকার কর ফাঁকির এ মামলাটি দায়ের করেছিল। অভিযোগ ছিল, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে র‌্যাপলার মূলধন জোগাড় করছে। তবে এ জন্য তারা কোনো কর পরিশোধ করছে না।

২০২০ সালে মারিয়া রেসাকে দোষী সাব্যস্ত করেন ফিলিপাইনের আদালত। ওই মামলায় নিউজ ওয়েবসাইট র‌্যাপলারের প্রধান নির্বাহী মারিয়ার বিরুদ্ধে ২০১২ সালে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে অভিযোগ আনা হয়।

ম্যানিলাভিত্তিক র‍্যাপলার-এর সিইও ও নির্বাহী সম্পাদক মারিয়া রেসা ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ