বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এ সময়ে এক হাজার ১৮৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন দুই লাখ ৭২ হাজার ২৯ জন।
এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩৩ হাজার ৫২৯ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৪৭৯ জনে।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩৫৭ জন। যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ১১৬ জন।
সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন।
মহামারি শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৫৯১ জনের। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৪২ জন এবং মারা গেছেন ৪৫ জন। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৪৫০ জন। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ৯৯ জন। তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ৩০ জন। দক্ষিণ কোরিয়ায় একদিনে ৩০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে হংকংয়ে সংক্রমিত ৩ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ৪৬ জন, মেক্সিকোতে সংক্রমিত ৫৬৩ জন এবং মারা গেছেন ১০ জন।
বিএনএ/ ওজি