25 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বের সবচেয়ে শীতল নগরী

বিশ্বের সবচেয়ে শীতল নগরী

শীতল নগরী

বিএনএ বিশ্ব ডেস্ক: রাশিয়ার অর্ন্তগত পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতস্ক হচ্ছে বিশ্বের শীতলতম শহর। বছরের বেশির ভাগ সময়েই যেখানে তাপমাত্রা থাকে হিমাঙ্কের নীচে। সম্প্রতি ইয়াকুতস্ক শহরে প্রবল ঠান্ডা পড়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে হিমাঙ্কের ৫০ ডিগ্রি নিচে। শেষ কবে এমন ‌ঠান্ডা পড়েছে, মনে করতে পারছেন না বাসিন্দাদের অনেকেই।

২০২১ সালের জনগণনা অনুযায়ী, ইয়াকুতস্ক শহরের লোকসংখ্যা প্রায় ৩ লাখ ৫৫ হাজার। বাসিন্দাদের অধিকাংশ খনি শিল্পের সঙ্গে যুক্ত। রাশিয়ার দ্রুত উন্নয়নশীল আঞ্চলিক শহরগুলির মধ্যে অন্যতম ইয়াকুতস্ক।

ইয়াকুতস্কের একজন বাসিন্দা অ্যানাস্তেশিয়া বলেন, এই ঠান্ডার সঙ্গে লড়াই করা সম্ভব নয়। হয় সামঞ্জস্যপূর্ণ পোশাক পরতে হবে, নয়তো ঠান্ডায় কষ্ট পেতে হবে। অন্তত দু’টি মোটা ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন অ্যানাস্তেশিয়া। হাতে পরেছিলেন দু’টি দস্তানা। সঙ্গে একাধিক টুপি এবং সোয়েটারও ছিল তার পরনে।

কী ভাবে ঠান্ডা সহ্য করার ক্ষমতা জোগান? অ্যানাস্তেশিয়া বলেন, এখানে ঠান্ডার অনুভূতিই হয় না অথবা, আমাদের মস্তিষ্কই ঠান্ডা সহ্য করার জন্য তৈরি হয়ে থাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ