25 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু

দেশে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু

করোনায়

বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ১৬৪ জনে দাঁড়ালো। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। এতে শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। তাতে এখন পর্যন্ত ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এতে আরও বলা হয়, ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ আটজন ও নারী দুইজন। এদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের চারজন, ৬১ থেকে ৭০ বছরের চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা সাতজন। বাকিরা চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে সাতজন এবং বেসরকারি হাসপাতালে তিনজন মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৫টি ল্যাবে ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয় ৩৫ হাজার ৯১৬টি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ