22 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » শীতকালে ঠান্ডা না গরম পানিতে গোসল?

শীতকালে ঠান্ডা না গরম পানিতে গোসল?

গোসল

বিএনএ, লাইফস্টাইল ডেস্ক: শীতের সময়টা আমাদের সকলের কাছে খুব প্রিয় হলেও দুটো কাজ খুব কষ্টের হয়ে ওঠে এই সময়, ঘুম থেকে উঠে বিছানা ছাড়া আর গোসল করা। কিন্তু শরীর সুস্থ রাখতে স্নানের কোনও বিকল্প নেই। তাই শীতের দিনে অনেকেই গরম পানিতে গোসল করা বেশি পছন্দ করেন। পাশাপাশি অনেকে আবার বয়সজনিত কারণে, বা অভ্যাসবশতই গরম পানিতে গোসল করে থাকেন।

খুব গরম পানিতে গোসল করা কিন্তু শরীরের পক্ষে একদমই ঠিক নয় স্কিনের ফলিকেলস নষ্ট করে দেয়, অতিরিক্ত গরম জল চুলের পক্ষেও খব খারাপ ঠিক তেমনি আবার মস্তিষ্কের উপরেও চাপ সৃষ্টি করে। তাই সকলেরই উচিত মাথায় অন্তত ঠান্ডা পানি দেওয়া। যে সকল মানুষরা হার্ট এর রোগে ভোগেন তাদের কার্ডিওভাসকুলার সিস্টেম এর উপর প্রভাব পড়বে গরম পানিতে গোসল করলে। অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে ব্রণ তৈরী হয় মুখে, অ্যাসিড এর সমস্যা হলেও ডাক্তাররা গরম পানিতে গোসল করতে বারণ করেন। চলুন দেখে নি ঠান্ডা আর গরম পানিতে গোসল করার কিছু উপকারিতা আর অপকারিতা –

ঠান্ডা পানির উপকারিতা:

১. ঠান্ডা পানিতে গোসল করলে অবসাদ বা ডিপ্রেশন দূর করতে সাহায্য করে।

২. শীতল পানিতে স্পর্শ স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এর ফলে রক্তের বিটা এনডরফিন এবং অ্যাড্রিনালিন এর পরিমাণ বৃদ্ধি পায়।

৩. ঠান্ডা পানির সংস্পর্শে মস্তিষ্ক সজাগ হয় এবং অবসাদজনিত প্রভাব কেটে যায়।

৪. ত্বক ও চুলের জন্য ঠান্ডা পানিতে গোসল দরকার।

৫. ঘুমের সমস্যা হলেও ঠান্ডা পানি উপকারী।

৬. ঠান্ডা পানিতে এন্টিবডি উৎপাদন বেড়ে যায় এতে দেহের রোগ প্রতিরোধ সাহায্য করে।

৭. দেহে টেস্টোস্টেরন হরমোন বাড়তে সাহায্য করে ঠান্ডা পানি। এবং পরিশ্রমের পর ঠান্ডা পানি পেশীকে আরাম দেয়।

অপকারিতা:

অপকারিতা খুব একটা দেখা যায় বলে মনে হয় না তবুও প্রচন্ড গরমে ঠান্ডা যেমন গোসল করা যেতে পারে তেমনি ঠান্ডাতে অনেকেই ঠান্ডা পানিতে গোসল করে. তবে সবার সেটা সহ্য নাও হতে পারে

১. নবজাতকদের জন্য কনকনে ঠান্ডা পানি কখনোই নয়।

২. অ্যাজমা, আর্থারাইটিস রোগীদের জন্য ঠান্ডা পানি একদম নয়।

গরম পানির উপকারিতা:

১. শিশু ,বৃদ্ধ যাদের পক্ষে শীতল পানিতে গোসল করলে ঠান্ডা লেগে যায় চট করে তাদের ক্ষেত্রে কিন্তু নাতিশীতোষ্ণ গরম পানিতে গোসল বাঞ্ছনীয়।

২. পেশীর ব্যথা কমায় ।

৩. ঠান্ডার ,কাশির সময় সাহায্য করে গরম পানির গোসল।

৪. ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী গরম পানিতে গোসল এতে শরীরের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

অপকারিতা:

১. সারা বছর গরম পানিতে গোসল করলে ত্বকের নমনীয়তা কমে যাবে।

২. মাথায় গরম পানি একদম ব্যবহার অযোগ্য চুলের গোড়ার কোষকে দুর্বল করে।

৩. শরীরের এনার্জি লেভেল টা অনেকটা স্তিমিত হয়ে আসতে পারে।

৪. পুরুষদের শরীরে শুক্রাণু বাড়াতে পারে না এই গরম পানিতে গোসল।

কোন পানিতে গোস করবেন?

প্রত্যেকেরই উচিত প্রতিদিন গোসল করা, বিশেষজ্ঞের মোতে শরীরকে রিলাক্সেশন এর ক্ষেত্রে এর থেকে ভালো উপায় আর নেই। এতে শরীরের রক্ত চলাচলের বৃদ্ধি ঘটে, অনিদ্রার সমস্যাও দূর হয়। সমগ্র শরীর স্বাভাবিক তাপমাত্রায় থাকে।

আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে স্নানে ঠান্ডা গরম দুটিরই গুরুত্ব আছে। বলা হয় হালকা গরম পানি শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। তবে মাথা ধুতে ঠান্ডা পানি ব্যবহার করা উচিত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ