24 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় পটিয়া পৌর মেয়রের ছেলের মৃত্যু

করোনায় পটিয়া পৌর মেয়রের ছেলের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: করোনা আক্রান্ত হয়ে মারা গেছে চট্টগ্রামের পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের ছেলে মোহাম্মদ আতিক শাহরিয়া মাহি (১৯) (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ( ১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে কুমিল্লায় এ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আতিক শাহরিয়ার মাহি পটিয়া সরকারি কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি পৌর মেয়র আইয়ুব বাবুল নিজে নিশ্চিত করেন। তিনি বলেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) যোহরের নামাজের পর পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী স্কুলের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ছয় হাজার ৪৫৭ জনে। এর মধ্যে নগর এলাকায় ৭৭ হাজার ৪৩৮ জন এবং উপজেলায় ২৯ হাজার ১৯ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৩৮ জন। এরমধ্যে ৭২৮ জন নগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ