15 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » দুদকের মামলা: জামিন বহাল সেই সাংবাদিক নেতাদের

দুদকের মামলা: জামিন বহাল সেই সাংবাদিক নেতাদের

দুদকের মামলা: জামিন বহাল সেই সাংবাদিক নেতাদের

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের প্লট নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার সাংবাদিকসহ সাতজনের জামিন বহাল রেখেছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দিয়েছেন।

জামিনপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মাহবুব উল আলম, সাবেক সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ শহীদ উল আলম, সাবেক যুগ্ম সম্পাদক নির্মল চন্দ্র দাশ, তার স্ত্রী তপতী দাশ, শহীদ উল আলমের স্ত্রী তসলিমা খানম, নিজাম উদ্দিন আহমেদের স্ত্রী হোসনে আরা।

জামিন লাভের পর এক প্রতিক্রিয়ায় আইনজীবিরা বলেন, সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যড়ষন্ত্রমূলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে। যা অত্যন্ত দু:খজনক। এক্ষেত্রে আদালতের কাছে তারা ন্যায়বিচার পেয়েছেন বলেও জানান।

আজ (সোমবার) ধার্য দিনে চার সাংবাদিকসহ সাতজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তদন্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত বিবাদীদের জামিন মঞ্জুর করেন।

বিবাদীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন, সিনিয়র আইনজীবী একেএম সামশুল ইসলাম (কালাম), অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আইন ও অধিকার সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, অ্যাডভোকেট প্রণব মজুমদার, অ্যাডভোকেট সৈয়দ মো. আবু রাশেদ, অ্যাডভোকেট মো. ওয়াহিদুল ইসলাম সাদী, অ্যাডভোকেট মো. ফোরকানুল ইসলাম, অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দা দিলসাত জাহানসহ অর্ধশতাধিক আইনজীবী।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত