27 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - মে ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বুধবার দেশে আসছে করোনার টিকা

বুধবার দেশে আসছে করোনার টিকা

ভারতের টিকা আসছে বৃহস্পতিবার

বিএনএ, ঢাকা : ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের ২০ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশকে পাঠাচ্ছে ভারত। বুধবার (২০ জানুয়ারি) এই ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, এই ভ্যাকসিন দেশে আনার জন্য অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল অধিদফতরের কাছে। এ সংক্রান্ত অনাপত্তিপত্র দেওয়াও হয়েছে।

এছাড়া সিরামের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, ছয় মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। এজন্য ভারতের সঙ্গে চুক্তিও করেছে বাংলাদেশ সরকার। সিরাম ইনস্টিটিউটের টিকার পরিবেশক হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহ করবে। এর প্রথম চালান ২৬ জানুয়ারির মধ্যে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিনে এশীয় অঞ্চলের উৎপাদক ও সরবরাহকারী।

২৬ তারিখ থেকে শুরু হচ্ছে টিক নিতে আগ্রহীদের অ্যাপে নিবন্ধন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে রাজধানীসহ বেশ কয়েকটি বড় জেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ